সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে এই শব্দকোষ নিয়ে ক্রমাগত কাজ করে যাওয়ার জন্য।
এই ডিকশনারির বিশেষ একটি ফিচার হচ্ছে কোন শব্দ সিলেক্ট টিল্ড কী প্রেস করলে সেট অপারেজয় ডিকশনারি দ্রুত নিয়ে আসে, এটা খুবই চমৎকার বিষয়।
বিশেষত, ইংরেজি দৈনিক ও প্রবন্ধ পড়ার সময় অত্যন্ত উপকারী এবং সময় সাশ্রয়ী।
আমি লক্ষ্যে করলাম, এই ফিচারটি আসলে সঠিকভাবে সব সময় কাজ করছে না। টিল্ড(~) কী দিয়ে দ্রুত সার্চ আনলে, পূর্ববর্তী সার্চ প্রথমে একবার আবার দেখিয়ে আবার দিলে তারপরে আসে, এই কারণে এটা বেশ বিরক্তিকর।
এবার মূল যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই তা খুবই গুরুত্বপূর্ণ।
ইংরেজি কীবোর্ডের লেআউট বেশ কয়েকটি আছে, বাংলাদেশে বহুল ব্যবহৃত হচ্ছে US Keyboard Layout, এই লেআঊটের ক্ষেত্রে টিল্ড কী দিয়ে পপআপ সার্চ কাজ করলেও, অন্যান্য লেআউটে দেখা যাচ্ছে একই টিল্ড কী দিয়ে এই পপ আপ কাজ করছে না।
এই কীবোর্ডে UK Layout সেট করলেও হচ্ছে না, আবার US লেআউট দিয়ে করলেও হচ্ছে না।
এছাড়া আরো বেশ কিছু লেআউট আছে সেসব ক্ষেত্রে ঝামেলা হতে পারে বলে মনে করছি।
এইক্ষেত্রে, এই পপ-আপের হট কাস্টোমাইজেশনের অপশন থাকলে বেশ ভালো হতো,
বাই ডিফল্ট টিল্ড(~) কী থাকলেও বেশ ভালো হয় তবে অনুরোধ রইলো দ্রুত সকল লেআউটে যাতে কাজ করে সেভাবে ম্যাপিং করে দেওয়ার জন্য। এছাড়া কেউ চাইলে যেন তার মতো করে সেট করে নেয় তাতেও বেশ ভালো হতে পারে।
পরিশেষে, এই ইস্যুটা দ্রুত সমাধানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
ধন্যবাদ।
TILDE কী নিয়ে জটিলতা
-
- Site Admin
- Posts: 10
- Joined: Sun May 01, 2022 9:45 pm
- Location: Tangail Sadar, Tangail 1900, Bangaldesh
- Contact:
Re: TILDE কী নিয়ে জটিলতা
সময় নিয়ে এতো সুন্দর করে গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনা। 


এই বিষটি নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। আশা করি এই সপ্তাহের মধ্যেই (২৫ মে ২০২২) এর সুন্দর একটি সমাধান করে দিতে পারবো। এই সমাধানে আপনি আপনার ইচ্ছামতো পপআপ শর্টকার্ট কী চয়ন করতে পারবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সফটওয়্যার ব্যবহার করার পাশাপাশি আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য।



আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সফটওয়্যার ব্যবহার করার পাশাপাশি আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য।
আকিব হাসান পাভেল
সফটওয়্যার ডেভেলপার
গবেষনা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরন প্রকল্প
লেভেল-৮,আইসিটি টাওয়ার,আগারগাঁও,ঢাকা
লেভেল-৮,আইসিটি টাওয়ার,আগারগাঁও,ঢাকা
Re: TILDE কী নিয়ে জটিলতা
আশা করি খুব দ্রুত সমাধান পাবো, বিভিন্ন কী-বোর্ড অনুযায়ী ম্যাপিং যাতে হয়, এই বিষয়টি লক্ষ্যে রাখবেন। যাতে যেকোন ধরণের কীবোর্ড লেআউট থেকে স্বচ্ছন্দে ব্যবহার করা যায়।akib wrote: ↑Fri May 20, 2022 1:17 pm সময় নিয়ে এতো সুন্দর করে গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনা।এই বিষটি নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। আশা করি এই সপ্তাহের মধ্যেই (২৫ মে ২০২২) এর সুন্দর একটি সমাধান করে দিতে পারবো। এই সমাধানে আপনি আপনার ইচ্ছামতো পপআপ শর্টকার্ট কী চয়ন করতে পারবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সফটওয়্যার ব্যবহার করার পাশাপাশি আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য।![]()
আপনাদের দ্রুত সমাধানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
-
- Site Admin
- Posts: 10
- Joined: Sun May 01, 2022 9:45 pm
- Location: Tangail Sadar, Tangail 1900, Bangaldesh
- Contact:
Re: TILDE কী নিয়ে জটিলতা
প্রতিউত্তর দিতে একটু দেরি হয়ে গেলো ।
০.৬.১৮ ভার্সন থেকে আপনি ইচ্ছামতো আপনার পছন্দের কী/ কী কম্বিনেশন সিলেক্ট করে নিতে পারবেন ।
সফটওয়্যারের Settings > PopupTanswin এ গিয়ে নিচে দেখানো ঘরে গিয়ে আপনি আপনার পছন্দমতো কীবোর্ড এর কী প্রেস করবেন (সিঙ্গেল কিংবা কম্বিনেশন যেমন Control+Alt+P ইত্যাদি) আপনি যে কী বা কী কম্বিনেশন প্রেস করবেন তা সেখানে প্রদর্শিত হবে। এর পর Save বাটনে ক্লিক করে এপ্লিকেশন রিস্টার্ট করলেই আপনার নতুন কী সেটআপ হয়ে যাবে।
নতুন ভার্সন ডাউনলোড করুন এখান থেকে ঃ https://aparajeyo.com/software/aparajeyo-dictionary/
ধন্যবাদ
০.৬.১৮ ভার্সন থেকে আপনি ইচ্ছামতো আপনার পছন্দের কী/ কী কম্বিনেশন সিলেক্ট করে নিতে পারবেন ।


সফটওয়্যারের Settings > PopupTanswin এ গিয়ে নিচে দেখানো ঘরে গিয়ে আপনি আপনার পছন্দমতো কীবোর্ড এর কী প্রেস করবেন (সিঙ্গেল কিংবা কম্বিনেশন যেমন Control+Alt+P ইত্যাদি) আপনি যে কী বা কী কম্বিনেশন প্রেস করবেন তা সেখানে প্রদর্শিত হবে। এর পর Save বাটনে ক্লিক করে এপ্লিকেশন রিস্টার্ট করলেই আপনার নতুন কী সেটআপ হয়ে যাবে।


নতুন ভার্সন ডাউনলোড করুন এখান থেকে ঃ https://aparajeyo.com/software/aparajeyo-dictionary/
ধন্যবাদ
আকিব হাসান পাভেল
সফটওয়্যার ডেভেলপার
গবেষনা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরন প্রকল্প
লেভেল-৮,আইসিটি টাওয়ার,আগারগাঁও,ঢাকা
লেভেল-৮,আইসিটি টাওয়ার,আগারগাঁও,ঢাকা