অপরাজেয় ফোরাম ব্যবহার করতে হলে আমাদের কিছু নিয়মাবলীর সাথে আপনাকে একমত পোষন করতে হবে।

টপিক অবশ্যই বাংলায় লিখতে হবে এবং অন্যদের টপিকের প্রতিউত্তর দিতে চাইলে তাও বাংলায় দিতে হবে।

নির্দিষ্ট ক্যাটাগরিতে নতুন টপিক তৈরি করুন ৷ একাধিকবার ভুল ক্যাটাগরিতে নতুন টপিক তৈরি করলে আপনার একাউন্ট ব্যান হয়ে যাবে।

এই গ্রুপে কোন প্রকার রাজনৈতিক,জাতিগোষ্ঠীর অনুভুতিতে আঘাত আনে এমন পোস্ট কোনভাবেই করা যাবে না।

কাওকে উদ্যেশ্য করে ব্যাক্তিগত আক্রমন করা যাবে না।

একই ব্যাক্তি একাধিক আইডি খুলার চেস্টা করলে বা খুললে ঐ ব্যাক্তির সমস্ত আইডি এবং আইপি চিরদিনের জন্য ব্লক করে দেওয়া হবে, যা পরবর্তীতে আমাদের অনুরোধ করেও ছাড়ানো সম্ভব হবে না।

নির্দিষ্ট ক্যাটাগরিতে পোস্ট করবেন।
উপরে উল্লেখিত কোন নিয়ম ভংগ করিলে কোন নোটিশ প্রদান ব্যতিতই অপরাজেয় কর্তৃপক্ষ সেই একাউন্ট ব্যান করার অধিকার সংরক্ষণ করে থাকে।
সর্বশেষ সংস্করণ - ২ মে ২০২২
ধন্যবাদান্তে,
-অপরাজেয় টীম
আকিব হাসান পাভেল

সফটওয়্যার ডেভেলপার

গবেষনা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরন প্রকল্প
লেভেল-৮,আইসিটি টাওয়ার,আগারগাঁও,ঢাকা